গুরুদাসপুরে চাঁদা না দেওয়ায় দোকানিকে কুপিয়ে জখম, আটক ৩

প্রতীকী ছবি

অপরাধ

গুরুদাসপুরে চাঁদা না দেওয়ায় দোকানিকে কুপিয়ে জখম, আটক ৩

  • প্রকাশিত ১ অক্টোবর, ২০১৮

গুরুদাসপুর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার মকিমপুরে চাঁদা না পাওয়ায় মবিদুল নামে এক মুদি দোকানিকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

এ ঘটনায় বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মবিদুলের ভাতিজা সোহেল রানা। এই অভিযোগের ভিত্তিতে রোববার রাতে নয়ন, আক্তার ও মুসাকে আটক করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকার চিহ্নিত বখাটে হিসেবে পরিচিত স্থানীয় ইউপি সদস্য জনাব আলী মেম্বারের ছেলে আওয়ামীলীগ ক্যাডার নয়ন ও তার তিন সহযোগী একই গ্রামের মুদি দোকানি মবিদুলের কাছে চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে ওই সন্ত্রাসীরা মবিদুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তার ভাই বাঁধা দিতে গেলে তাকেও আহত করে সন্ত্রাসীরা। পরে তারা পালিয়ে যায়। গুরুতর আহত মবিদুলকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি সেলিম রেজা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads