চিকিৎসায় নোবেল পেলেন অ্যালিসন ও তাসুকু

ক্যান্সার চিকিৎসায় সাফল্য অর্জনে যৌথভাবে নোবেল জয় করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জেমস. পি. অ্যালিসন ও জাপানের তাসুকু হনজো।

সংগৃহীত ছবি

বিদেশ

চিকিৎসায় নোবেল পেলেন অ্যালিসন ও তাসুকু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১ অক্টোবর, ২০১৮

চিকিৎসাশাস্ত্রে গবেষণার জন্য এবার নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন গবেষক জেমস পি. অ্যালিসন ও জাপানের গবেষক তাসুকু হোনজো।  ক্যান্সার চিকিৎসায় সাফল্য অর্জনে তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়েছে। আজ সোমবার সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট চলতি বছরের চিকিৎসায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।

ইনস্টিটিউটের টুইটারে জানানো হয়েছে, এই দুই গবেষক ক্যানসার চিকিৎসায় নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন থেরাপি আবিষ্কার করেছেন।

গত বছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন জেফরি সি হল, মাইকেল রসবাস এবং মাইকেল ইয়ং। ইন্টারনাল বায়োলজিক্যাল ক্লকের সাথে জিন এবং প্রোটিন কীভাবে কাজ করে তা উদ্ভাবন করায় নোবেল পেয়েছিলেন তারা।

প্রতি বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার সবার আগে দেওয়া হয়।  আগামীকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। এরপর পর্যায়ক্রমে রসায়ন, শান্তি ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

এ বছর রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি সাহিত্যের নোবেল পুরস্কার স্থগিত করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads