জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমে যুক্ত হচ্ছে মাইক্রোসফটের অ্যান্টিভাইরাস টুল উইন্ডোজ ডিফেন্ডার। এজন্য মাইক্রোসফট একটি এক্সটেনশন উন্মুক্ত করেছে। এটি মূলত বিভিন্ন ধরনের ফিশিং ওয়েবসাইট এবং ম্যালওয়্যার রয়েছে এমন ওয়েবসাইট ব্লক করবে। এ ছাড়া ফিশিং ইমেইল ব্লক করার ক্ষেত্রেও কাজ করবে এক্সটেনশনটি।
এক গবেষণা প্রতিবেদনের সূত্রে মাইক্রোসফট জানিয়েছে, গুগল ক্রোম ৮৭ শতাংশ এবং মোজিলা ফায়ারফক্স ৭০ শতাংশ ফিশিং ওয়েবসাইট শনাক্ত করতে সক্ষম হলেও মাইক্রোসফট ডিফেন্ডার ৯৯ শতাংশ পর্যন্ত এ ধরনের ওয়েবসাইট শনাক্ত করতে সক্ষম। ফলে গুগল ক্রোমে উইন্ডোজ ডিফেন্ডার যুক্ত হলে ব্যবহারকারীরা বাড়তি সুরক্ষা পাবেন বলে মনে করছে মাইক্রোসফট। ক্রোম অপারেটিং সিস্টেম ছাড়া অন্য প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা ক্রোম এক্সটেনশনটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।