গার্লস প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন ‘জেইউ জাবিয়ান’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোস্তাফা জব্বার

সংগৃহীত ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

গার্লস প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন ‘জেইউ জাবিয়ান’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ অক্টোবর, ২০১৮

নারীদের নিয়ে আয়োজিত তৃতীয় ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল জেইউ জাবিয়ান। এছাড়া প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে চুয়েটের দল হুকডঅন এবং দ্বিতীয় রানারআপ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইটারস। এছাড়া প্রাথমিক পর্যায়ে পুরস্কৃত করা হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল স্কুলকে।

তথ্যপ্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১০২টি দল অংশ নেয়। টানা পাঁচ ঘণ্টাব্যাপী চলে এ প্রতিযোগিতা। গতকাল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর নাম ঘোষণা করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়া বিশেষ অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, আধুনিক বিশ্বের প্রতিযোগিতায় নিজেদেরকে টিকিয়ে রাখতে তথ্যপ্রযুক্তির জ্ঞান আহরণ অত্যন্ত জরুরি। নারী সমাজ ও তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার ধারায় সম্পৃক্ততা বাড়াতে তথ্যপ্রযুক্তি চর্চায় উৎসাহিত করতে প্রোগ্রামিংয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads