গাছ লাগাবার এখনই সময়

চারার গোড়ায় সতর্কতার সঙ্গে পানি দিতে হবে, যাতে চারাটি হেলে না পড়ে

সংরক্ষিত ছবি

ফিচার

গাছ লাগাবার এখনই সময়

  • প্রকাশিত ৪ জুলাই, ২০১৮

শহীদুল হক বাদল

জুন, জুলাই ও আগস্ট হলো গাছের চারা রোপণের উপযুক্ত সময়। জেনে নিন ভালো চারা লাগানো ও পরিচর্যার কিছু নিয়মকানুন।

লাভ বেশি খরচ কম :  বৃক্ষ রোপণ ও পরিচর্যায় যে কোনো ফসলের চেয়ে খরচ, ঝুঁকি ও কষ্ট কম, কিন্তু লাভ বেশি। ১০০ টাকায় একটি কাঠের গাছের চারা লাগানো যায় এবং ১০-১৫ বছর পর বিক্রি করা যায় ১০-১৫ হাজার টাকায়। 

রোপণের স্থান : বন্যামুক্ত উঁচু জমিতে রোদ, আলো-বাতাসের খোলামেলা জায়গা, জমির আইল, শিক্ষাপ্রতিষ্ঠান, নদী ও পুকুরপাড়, রেল ও সাধারণ সড়কের দুই পাশ, খেলার মাঠ ও হাটবাজারে চারা রোপণ করা যায়।  

ভালো জাতের চারা রোপণ : বড় আকারের চারার জন্য গর্তের আকার হবে দৈর্ঘ্য ৯০ সেমি, প্রস্থ ৯০ সেমি ও গভীরতা ৯০ সেমি। মাঝারি আকারের চারার জন্য দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা ৭৫ সেমি এবং ছোট আকারের চারার জন্য দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা ৫০ সেমি হবে। গর্তের ওপরের অর্ধেকের মাটি এবং নিচের অর্ধেকের মাটি আলাদা রাখতে হবে।  

গর্তে পচা গোবর ৪-৫ কেজি, ছাই ১-২ কেজি, ইউরিয়া ১০০-১৫০ গ্রাম, টিএসপি ৫০-১০০ গ্রাম ও এমপি ৪০-৭০ গ্রাম দিতে হবে। গর্তের ওপরের মাটি গর্তের তলায় এবং নিচের মাটির সঙ্গে ওই সার মিশিয়ে গর্তের ওপরে রাখতে হবে। গর্তে সার মিশিয়ে ১০-১৫ দিন রেখে দিতে হবে। এরপর চারা রোপণ করতে হবে। জেলা ও উপজেলায় বৃক্ষমেলা, সরকারি-বেসরকারি নার্সারি, এনজিও নার্সারি, ব্যক্তিগত নার্সারি, বিএডিসি হর্টিকালচার সেন্টার, কৃষি সম্প্রসারণ হর্টিকালচার সেন্টারে ভালো চারা পাওয়া যায়। সাধারণত কলমের চারা ভালো, দ্রুত ফল দেয় এবং ফলনও বেশি হয়। চারা রোপণের সঠিক পদ্ধতি, পরিচর্যা ও সঠিক স্থান নির্বাচনের অভাবে অধিকাংশ চারাই ৪-৫ মাস বয়সেই মারা যায় বা নষ্ট হয়। গর্তে সার প্রয়োগের ১০-১৫ দিন পর চারা রোপণ করতে হবে। চারার গোড়ায় সতর্কতার সঙ্গে পানি দিতে হবে, যাতে চারাটি হেলে না পড়ে। চারার দৈর্ঘ্যের সমান লম্বা খুঁটি গেড়ে নরম রশি দিয়ে চারা এক বা দুই স্থানে হালকা করে বাঁধতে হবে যাতে চারা সোজা থাকে। গরু-ছাগল থেকে রক্ষার জন্য চারা পৃথকভাবে অথবা বাগানের চারদিকে বেড়া দিতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads