দিনাজপুরের নবাবগঞ্জ গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও হতদারিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেছেন দিনাজপুর ৬- আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
গতকাল বুধবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার কোটালডোবা, জামালপুর ও জাহানপুর গ্রামের আদিবাসী পাড়ায় শীতার্তদের কাছে পৌঁছে দেন এ শীতবস্ত্র । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: নাজমুন নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: পারুল বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী আরও অনেকেই উপস্থিত ছিলেন।