সারা দেশ

মানবিক ইউএনও সালমা খাতুন

  • ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ ডিসেম্বর, ২০২০

ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোটা এলাকায় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের কাছে এখন অনুকরণীয় মানবিক কর্মকর্তা সালমা খাতুন। এখানে যোগদানের পর থেকেই তিনি সাধারণ মানুষের সেবায় কাজ করে চলেছেন। জনমানুষের স্বার্থে লড়ে যাচ্ছেন যাবতীয় অন্যায়-অবিচারের বিরুদ্ধে। করোনাভাইরাসের এই মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। মাঠপর্যায়ে কর্মহীন, অসহায়-হতদরিদ্র মানুষের পাশে থাকছেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণের জন্য নিজে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে সরকারি খাস জমিতে ঘর নির্মাণের কাজ নিজের তত্বাবধানে করে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ভালুকায় ইউএনও হিসেবে এ বছরের ০৮ সেপ্টেম্বর যোগদান করেন। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার, মো. আবু সাইদ এবং নূরজাহান বেগম এর ঘরে জন্ম নেন, ৩৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা । আর দায়িত্ব নিয়েই তিনি উপজেলার মানুষের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেন। বাল্যবিয়ে ও যৌতুকপ্রথা বন্ধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি জমি উদ্ধার, চাঁদাবাজি বন্ধ এবং মাদক নির্মূলসহ করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে "স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ি, করোনা প্রতিরোধ করি " শ্লোগান নিয়ে কাজ করছেন এবং একের পর এক অভিযান পরিচালনা করেছেন। আর জনহিতকর এসব কর্মকান্ড চালিয়ে তিনি এলাকার মানুষের অতি কাছের মানুষ হয়ে উঠেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউএনও সালমা খাতুন উপজেলায় যোগদানের পরে উপজেলা কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে এসেছে কাজের চাঞ্চল্য এবং অফিসের বিভিন্ন দেয়ালে টানিয়ে দিয়েছেন কর্মপরিকল্পনা যা উপজেলার সৌন্দর্য ও কাজের গতি বাড়িয়ে দিয়েছে।

জানা যায়, ইউএনও সালমা খাতুন চলমান করোনা দুর্যোগ মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে উপজেলার গ্রাম ও হাটবাজার গুলোতে লোকজনদের সচেতন করার জন্য নিয়েছেন নানা পদক্ষেপ।

উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা খাদ্যসামগ্রী সঠিকভাবে বিতরণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং ট্যাগ অফিসারদের সাথে নিজে ও তদারকি করছেন। করোনার বিস্তার রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে প্রতিদিন মাঠে থাকছেন তিনি। লাশ দাফন, করোনা আক্রান্ত চিকিৎসার পাশাপাশি সামাজিক সুরক্ষার দিকেও নজর রাখছেন।

নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে দাম বৃদ্ধির গুজব সৃষ্টিকারীদের বিরদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা সহ বাজার মনিটরিং করা, খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রিতে অনিয়মকারীদের বিরদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনসহ নানা পজিটিভ কর্মকান্ডে উপজেলা জুড়ে মানবিক ইউএনও হিসাবে পরিচিত পেয়েছেন সালমা খাতুন।

ইউএনও সালমা খাতুন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে আমি মানুষের জন্য কাজ করে যাব। প্রধানমন্ত্রীর প্রতিটি উদ্যোগ সফল করতে আমি অবিরাম চেষ্টা চালিয়ে যাব। মানবসেবার ব্রত নিয়েই চাকরিতে এসেছি। আমি এ উপজেলাবাসীর জন্য যেটা করছি, তা আমার দায়িত্ব ও কর্তব্যবোধ থেকেই করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads