গতির রাজা চিতা। তাকে দৌড়ে হারায় এমন সাধ্য কার? সম্ভবত এ অনন্য বৈশিষ্ট্যের কারণেই এ প্রাণীটির প্রতি মানুষের বিশেষ আগ্রহ কাজ করে। গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের দুই চিতাকে দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ ভিড় করছে। তবে এদের দেখে হতাশ হতে হচ্ছে তাদের। চার দেয়ালে বন্দি থাকায় চিতার সেই গতি-ক্ষিপ্রতা তারা স্বচক্ষে দেখার সুযোগ পাচ্ছে না। তবে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এদের জন্য নতুন আবাসস্থল তৈরি করা হবে, যাতে গতিরাজ গতি ফিরে পায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংকীর্ণ জায়গায় জীবনযাপনের কারণে চিতা দুটির জীবনে নেমে এসেছে মন্থরতা। পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ১৪ জুন নারায়ণগঞ্জের ফতুল্লার রঘুনাথপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর একটি দল অভিযান চালিয়ে আন্তর্জাতিক পশু চোরাকারবারিদের কবল থেকে চিতাবাঘ দুটি উদ্ধার করে। এর এক দিন পরই এক থেকে দেড় বছর বয়সী চিতাবাঘ দুটির ঠাঁই হয় এ পার্কে।
ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, উদ্ধার হওয়া এ দুটি চিতাবাঘই শুধু বাংলাদেশে আছে। এ দেশের বন-জঙ্গল থেকে অনেক আগেই চিতাবাঘ বিলুপ্ত হয়ে গেছে। উদ্ধার করা চিতাবাঘ দুটির একটি নারী অন্যটি পুরুষ।
সাফারি পার্কের কোর সাফারির বন্যপ্রাণী চিকিৎসাকেন্দ্রের পাশে কোয়ারেন্টাইন জোনে একটি ছোট্ট ঘরে রাখা হয়েছে দুটি চিতাবাঘ। মানুষের উপস্থিতি টের পেলেই হিংস্র হয়ে খাঁচার ভেতরেই হামলে পড়ে। মাঝে মাঝে খুনসুটিতে মত্ত থাকে। দুটি চিতাই অত্যন্ত চতুর ও বেশ স্বাস্থ্যবান। সময় সময় তেড়ে আসে। হুঙ্কার ছাড়ে।
পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন ডা. নিজাম উদ্দিন চৌধুরী বলেন, এ পার্কেই চিতাবাঘের বংশবৃদ্ধি হতে পারে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এম মনিরুল এইচ খান বলেন, এরা অধিক উচ্চতায় লাফাতে পারে, গাছে চড়তে পারে। তাই এদের আবাসস্থল এমন হতে হবে সেখানে ঘনপাতার ও মোটা ডালের গাছ থাকবে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এ পার্কে অনেক প্রাণীর বাচ্চা দেওয়া বিরল ঘটনা রয়েছে। আমরা চিতাবাঘ নিয়েও স্বপ্ন দেখতে পারি।
পার্কের প্রকল্প পরিচালক শামসুল আজম বলেন, বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে এ দুই চিতাবাঘের জন্য নতুন আবাসস্থল তৈরি করা হবে। বর্তমানে এদের কোয়ারেন্টাইন জোনে রেখে যত্ন দেওয়া হচ্ছে। এদের জন্য চিরাচরিত প্রাকৃতিক পরিবেশ তৈরি করতে হলে অনেক বড় উঁচু প্রাচীর দিয়ে বেষ্টনী (খাঁচা আকৃতি) তৈরি করতে হবে।