খালেদা জিয়ার পছন্দ ইউনাইটেড হাসপাতাল : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সংরক্ষিত ছবি

রাজনীতি

খালেদা জিয়ার পছন্দ ইউনাইটেড হাসপাতাল : রিজভী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ জুন, ২০১৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উন্নত যন্ত্রপাতি এবং উন্নত চিকিৎসার সুযোগ থাকার কারণেই বেগম খালেদা জিয়া ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করাতে চান।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সরকার তার চিকিৎসা নিয়ে যে টালবাহানা করছে, তা সুদূরপ্রসারী নীলনকশার অংশ হিসেবেও অবিহিত করেন।

সিএমএইচ হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে ওবায়দুল কাদেরের জওয়াবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘রাস্তাঘাটের বেহাল দশার কারণে মানুষ মৃত্যুর জন্য দায়ী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অথচ দৃষ্টি অন্যদিকে ফেরাতে তিনি প্রতিনিয়ত খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন।’

এছাড়াও খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার অমানবিক আচরণ করছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads