খালেদা ছাড়া নির্বাচন নয়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সংগৃহীত ছবি

রাজনীতি

কেন্দ্রকে তৃণমূল নেতারা

খালেদা ছাড়া নির্বাচন নয়

চান জোরালো আন্দোলন # জামায়াতে দৃষ্টি রাখার পরামর্শ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৪ অগাস্ট, ২০১৮

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে নন দলটির তৃণমূল নেতারা। গতকাল শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের তৃণমূল নেতাদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় তারা এ মতামত দেন। এ সময় তৃণমূল নেতারা নেত্রীর মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন গড়ে তোলার ওপর গুরত্ব দেন। তারা জোটের শরিক জামায়াতের দিকে নজর রাখার কথাও বলেন। এ সময় কেন্দ্রীয় নেতারা আগামী দিনের আন্দোলনের জন্য সব ধরনের প্রস্তুতি নিতে তৃণমূল নেতাদের নির্দেশ দেন।

গতকাল সকাল ৯টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রথমে রাজশাহী ও রংপুর বিভাগের পঞ্চগড় ছাড়া সব জেলার শীর্ষ পাঁচ নেতার সঙ্গে মতবিনিময় করেন। পরে বেলা ৩টার দিকে বরিশাল ও খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বসেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের সাংগঠনিক জেলার সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদধারী নেতারা অংশগ্রহণ করেন।

দলের একাধিক নেতা জানান, জেলা পর্যায়ের নেতারা দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে জোরদার আন্দোলনের পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন, আন্দোলন ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। আর খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে আগামীতে একটি সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন আদায়ের দাবিও পূরণ হবে না। যেকোনো আন্দোলনের জন্য  তারা প্রস্তুত রয়েছেন বলেও সভা থেকে জানানো হয়।

ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে আজ শনিবার সকালে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা এবং বিকালে ঢাকা, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের তৃণমূল নেতাদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা মতবিনিময় করবেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads