মুন্সীগঞ্জের শ্রীনগরে আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর নিজ বাড়িতে ৫ শতাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. জসিম মোল্লা, স্বেচ্ছাসেবক দল মুন্সীগঞ্জ জেলার সহ-সভাপতি কে এম রাজিব, শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমেল লস্কর, বীরতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইস্রাফিল হোসেন, সাংগঠনিক সম্পাদক জলিল হাওলাদার, শ্রীনগর কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান, সিরাজদিখান উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ইমতিয়াজ আহম্মদ অভি, জামিল হোসেন বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের এনায়েত হোসেন, মেহেদী হাসান, ফাহাদ হাসান, ভাগ্যকুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রিন্স বেপারী, সেলিম ভুইয়া, ষোলঘর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল খান, লালন, সৈকত, নাদিম প্রমুখ।