কেরানীগঞ্জের অগ্নিকান্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কেরানীগঞ্জের অগ্নিকান্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১২ ডিসেম্বর, ২০১৯

কেরানীগঞ্জের অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১২ জন ঢাকা মেডিকেলে এবং বাকি একজন ঘটনাস্থলেই মারা গিয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে লাইফসার্পোটে রাখা হয়েছে বলে জানা গেছে।

ঢাকার কেরানীগঞ্জে চুনকুটিয়ার হিজলতলায় অবস্থিত প্রাইম পেট এন্ড প্লাস্টিক ইন্ড্রাস্ট্রিস লি: বুধবারের অগ্নিকান্ডের ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন সংস্থার লোকজন এসে পরিদর্শন করছেন।

বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর আবুল হোসেন সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে আগুনের ঘটনায় মালিকের যথেষ্ট গাফলতি রয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন পাওয়ার পরে বিস্তারিত বলতে পারবো।

শ্রম ও কর্ম সংস্থান সচিব কে এম আলী আজম এবং কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের ইনসপেক্টর জেনারেল শিবনাথ রায় ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, গত ৫ নভেম্বর শ্রম ও কলকারখানা অধিদপ্তরের লোকজন এসে পরিদর্শন করে গিয়েছে। যথাযথ ব্যবস্থাপনা না থাকায় কারখানাটির বিরুদ্ধে শ্রম আদালতে মামলা ও হয়েছে। মামলার কোন ফায়সালা হওয়ার আগেই ঝড়ে গেলো ১০টি তাজা প্রান, আহত বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

দুপুরের দিকে ক্ষতিগ্রস্থ কারখানাটি পরিদর্শনে আসেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোল্লা জালাল ও যুগ্নসচিব মো: সাইফুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন আমরা তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলতে পারবো না।

স্থানীয় শুভাড্যা ইউনিয়ন চেয়ারম্যান মো: ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, আহত ও ক্ষতিগ্রস্থদের চিকিৎসার জন্য যেখানে যা প্রয়োজন হয় সব স্থানীয় সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে। এছাড়া স্থানীয় সাংসদের নির্দেশ অনুযায়ী শুভাড্যা ঘনবসতি এলাকায় সকল অবৈধ কারখানা উচ্ছেদ করা হবে।

এদিকে ঘটনার পর পরই কারখানার মালিক নজরুল ইসলাম পলাতক রয়েছে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ জামান জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন, এবং কারখানাটিতে যেন কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে তাই কারখানাটি দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads