কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি:
কেরানীগঞ্জের ঘাটারচররে ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) দুপুরর ঘাটারচর চৌরাস্তায় পুলিশ বক্সের উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান । এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস এন্ড ট্রাফিক) মো: আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: সাজেদুর রহমান, সহকারী পুলিশ সুপার ফাহমিদা খাতুন, কেরানীগঞ্জ দক্ষিণ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান, ট্রাফিক দক্ষিণ বিভাগ প্রশাসন পিযূষ কুমার মালো, কেরানীগঞ্জ মডেল থানা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ খালেদুর রহমান, পরিদর্শক (অপারেশন) আশিকুর রহমান, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক।
পরে কেরানীগঞ্জ মডেল থানার আয়োজনে দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ,শিক্ষক, শিক্ষিকা, মসজিদের ইমাম খতিব ও জনসাধারণের অংশগ্রহনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম। প্রধান অতিথি তার বক্তব্যে পুলিশ সুপার বলেন,জনগনকে নিরাপত্তা পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতেই পুলিশের এ কার্যক্রম।
এছাড়াও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, দখলবানিজ্য, চাদাবাজি, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং এর ব্যাপারে সকলকে সজাগ থাকার পাশাপাশি যে যার স্থান থেকে এসব বিষয়ে সচেতন বাড়ানোর জন্য আহবান জানান এ কর্মকর্তা।
তিনি বলেন, আমি বাধ্য হয়ে আপনাদের সেবায় কাজ করতে চাই, সাংবাদিকরা লিখনির মধ্যে এসব বিষয় তুলে ধরবে, পুলিশ আপনাদের সেবা দিবে সমাজ সুন্দর করতে সবাইকে এগিয়ে আসতে হবে । স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিটি সাধারন জনগনকে সচেতন হতে হবে। তিনি পুরো কেরানীগঞ্জ কে সিসিটিভি ফুটেজের আওতায় আনার ঘোষণা দেন।