রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ভোর হতে না হতেই গ্রন্থাগারে প্রতিদিন শিক্ষার্থীরা সিরিয়াল দিতে হয়। পর্যাপ্ত আসন না থাকায় অনেক শিক্ষার্থীরাই পড়ার সুযোগ পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ের ৩৮ হাজার শিক্ষার্থীদের চাহিদা পূরণের জন্য প্রশাসনকে যুগোপযোগী ও আধুনিক লাইব্রেরী প্রতিষ্ঠাসহ যাবতীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় বক্তব্য দেন সহ-সভাপতি সাদ্দাম হোসেন, হাবিবুল্লা নিক্সন, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক, ইমরান খান নাহিদ, ইমতিয়াজ আহমেদ, উপধর্ম বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম দুর্জয় প্রমুখ। কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় তারা আরও কয়েকটি দাবি জানান। দাবিগুলো হলো, আসন বৃদ্ধি করা, গ্রন্থাগারে বই নিয়ে প্রবেশের অনমতি দেওয়া, সপ্তাহে সাতদিন গ্রন্থাগার খোলা রাখা, দ্রুত গতির ইন্টানেট সেবা প্রদান করা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।