বনানীর আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৯

ছবি: ইউএনবি

দুর্ঘটনা

বনানীর আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৯

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ মার্চ, ২০১৯

রাজধানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলছে। আজ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। আর আহত হয়েছে অন্তত ৭০ জন। আহতদের অধিকাংশকেই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দিলীপ কুমার ঘোষ।

দিলীপ কুমার ঘোষ জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে উদ্ধারকাজ চলছে। ভবনে কেউ জীবিত অথবা মৃত অবস্থায় আটকা পড়ে আছে কি না- তা অনুসন্ধানে উদ্ধার টিম কাজ করছে। 

নিহত ৭ জনের পরিচয় নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী। তারা হলেন- পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।

আজ দুপুর পৌনে ১টার দিকে ২২ তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।

নিহতদের মধ্যে ইউনাইটেড হাসপাতালে তিনজন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন এবং ঘটনাস্থলে ১৩ জন মারা গেছেন। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads