কৃষি খাতে ঋণ বাড়াতে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে কৃষি খাতের গুরুত্ব বিবেচনায় নিয়ে ব্যাংকগুলোকে এই তাগিদ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার তফসিলি ব্যাংকগুলোর কৃষিঋণ বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক অশোক কুমারের সভাপতিত্বে বৈঠকে কৃষিঋণ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ছয় মাসে যেসব ব্যাংক কৃষিঋণ বিতরণ লক্ষ্যমাত্রার ৫০ ভাগের নিচে বিতরণ করেছে সেসব ব্যাংককে সতর্ক করা হয়েছে।
জানা যায়, চলতি অর্থবছরে মোট ২১ হাজার ৮০০ কোটি টাকা কৃষিঋণ বিতরণ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৬ দশমিক ৮৬ শতাংশ বেশি। কৃষিঋণ বিতরণ কম হলেও বেড়েছে ঋণ আদায় ও কৃষকের ওপর মামলার খড়্গ।
গতকালের বৈঠকে ব্যাংকগুলোর কর্মকর্তাদের জানানো হয়, কৃষি উৎপাদন বাড়ানোর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে গ্রামীণ জনগোষ্ঠীর জীবন-মানের উন্নয়নে এ খাতে বিনিয়োগ অব্যাহত রাখতে হবে। কৃষিঋণ বাড়লে উৎপাদন বাড়বে। ফলে নিত্যপণ্যের আমদানি কমবে। সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা।