টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় রওশন জামান বাবু (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এই দুর্ঘনাটি ঘটে।
নিহত বাবু বগুড়া জেলার গাবতলী থানার মালিয়াডাঙা গ্রামের খালেকুজ্জামানের ছেলে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুবুর রহমান জানান, বাবু নামে এক মোটরসাইকেল আরোহী বিকেলে উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে অজ্ঞাতানাম একটি বাস মোটরসাইকেলের পিছনে দিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই অরোহীর মৃত্যু হয়।
লাশ বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় রাখা হয়েছে। পরিবারের লোকজন আসলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।