কাতারি বিমানের ঢাকায় জরুরি অবতরণ

কাতার এয়ারলাইন্স

দুর্ঘটনা

কাতারি বিমানের ঢাকায় জরুরি অবতরণ

অল্পের জন্য রক্ষা ৩ শতাধিক যাত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ অক্টোবর, ২০১৮

ঢাকা থেকে দোহারের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রায় দেড় ঘণ্টা পর কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। গতকাল সোমবার রাত ৯টা ৪০ মিনিটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ায় এই জরুরি অবতরণ।

বিমানবন্দর সূত্র বলছে, কাতারের কিউআর ৬৩৫ ফ্লাইটি ঢাকা থেকে যাত্রী নিয়ে দোহারের উদ্দেশে যাত্রা করে রাত ৭ টা ৪০ মিনিটের দিকে।

বিমানে ২৯৮ বয়স্ক যাত্রী ও ২ শিশু (২ বছর বয়সের মধ্যে) যাত্রী ছিল। ক্রু এবং পাইলট মিলে ছিল আরো ১৮ জন।

বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, কাতার এয়ারওয়েজের বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি সন্ধ্যার পর তিন শতাধিক যাত্রী নিয়ে রওনা দেয়। পেছনের দুই চাকা কাজ না করায় ফ্লাইটটি ঢাকায় ফেরে।

চাকার ত্রুটির কারণে ঢাকার আকাশে ১০ বার ঘুরে ৩১৮ যাত্রী নিয়ে সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি। রাত ৯টার পর থেকে শাহজালালের রানওয়েতে অন্য কোনো বিমান অবতরণ করতে দেওয়া হয়নি। ৯টা থেকে রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। অবতরণের সময় কোনো ধরনের ঝুঁকি না নিতে পাইলট তেল পোড়ানোর জন্য দীর্ঘক্ষণ আকাশে ঘোরেন।

আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারে দেখা যায়, ফ্লাইটটি ঢাকা থেকে উড্ডয়নের পর থেকে অবতরণের আগ পর্যন্ত মোট ১০ বার ঘুরপাক খায়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads