কাজী শুভর ‘মনের জলে’

সঙ্গীতশিল্পী কাজী শুভ

ছবি : সংগৃহীত

শোবিজ

কাজী শুভর ‘মনের জলে’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ নভেম্বর, ২০১৮

‘মনের জলে’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কাজী শুভ। এসএমএসের ব্যানারে আসছে গানটির মিউজিক ভিডিওটি। আমিনুল ইসলামের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রাফি। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মডেল হিসেবে দেখা যাবে দোলন দে এবং তারেক জামানকে।

গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘গানের কথাগুলো খুব সুন্দর। এটি একটি মিষ্টি প্রেমের গান। তাই গানটি করার সিদ্ধান্ত নিই। খুবই সুন্দর একটি কাজ হয়েছে। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

গানটিতে অংশ নেওয়া প্রসঙ্গে দোলন দে বলেন, ‘গানের কথা, সুর এবং ভিডিও নির্মাণ সব মিলিয়ে দারুণ লেগেছে। পরিচালকসহ পুরো টিম আমরা খুব আন্তরিকতার সঙ্গে কাজটি শেষ করেছি। আমার বিশ্বাস দর্শকের কাছেও গানটি ভালো লাগবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads