কসবায় ৭৮ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক

কসবা ম্যাপ

সারা দেশ

কসবায় ৭৮ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক

  • কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ অক্টোবর, ২০১৮

কসবা উপজেলার কামালপুর কেনু ভুইয়ার বাড়ির সামনে সড়ক থেকে ৭৮ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার কসবা উপজেলার কামালপুর কেনু ভুইয়ার বাড়ির সামনে সড়ক থেকে প্রাইভেটকারটি আটক করা হয়।  কসবা থানা অফিসার ইনচার্জ আবদুল মালেক সত্যতা নিশ্চিত করেন।

আবদুল মালেক বলেন, কসবা থানা পুলিম গোপন সংবাদের ভিত্তিতে নয়নপুর-সৈয়দাবাদ সড়কে কামালপুর এলাকায় ওতপেতে থাকে। গাঁজাবাহী গাড়িটিকে থামতে সংকেত দিলে না থামিয়ে চালিয়ে যেতে থাকে পুলিশ ধাওয়া করে ওই গাড়িটিসহ ৭৮ কেজি গাঁজা আটক করে।প্রাইভেটকারটির নাম্বার (ঢাকা মেট্রো গ-২৭-২৬৬৯)। গাড়িতে থাকা চালক ও মাদক পাচারকারিরা পালিয়ে যায়।

আবদুল মালেক আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads