আইন-আদালত

ভোলায় ফেইসবুকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি : আটক এক

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ৯ অক্টোবর, ২০১৮

ফেইসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে মামুদুল হাসান ইমরান নামের ১জনকে আটক করেছে ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশ।

আটক মামুদুল হাসান ইমরান বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মো: ইব্রাহীম মিলনের পুত্র এবং বোরহানউদ্দিন আ: জব্বার কলেজের রাষ্ট্রবিজ্ঞান এর অনার্স প্রথম বর্ষের ছাত্র।

বোরহানউদ্দিন থানার ওসি অসিম কুমার শিকদার জানান ফেইসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে স্থানিয়রা তাকে আটক করে সোমবার রাতে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে। ফেইসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি সম্বলিত পোষ্টটি স্থানিয় কয়েকজন ছাত্রলীগ নেতা ফেইসবুকেই সকলের নজরে আনে। ওসি আরো জানান আটক মামুদুল হাসান ইমরান এর সাথে জব্দ করা মোবাইল ফোনে তার যে ফেইসবুক একাউন্ট রয়েছে আর যে আইডি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি ছড়ানো হয়েছে তাতে মিল নেই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওসি ধারনা করছেন কেউ তাকে ফাসাতে ফেক আইডি দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি ছড়িযেছে। তবে অন্য মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads