স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রাপ্ত নতুন এ্যাম্বুলেন্সটি নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করলেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।
আজ (৬ এপ্রিল) সোমবার দুপুরে অনুষ্ঠানিক ভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আল মামুন এর কাছে কেন্দ্রীয় প্রতিরোধ যোদ্ধা পরিষদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মানু মজুমদার এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু , উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাসসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নুরেজা বেগম (৮০) নামে এক রোগী কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।