আপডেট : ০৬ May ২০১৯
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রাপ্ত নতুন এ্যাম্বুলেন্সটি নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করলেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার। আজ (৬ এপ্রিল) সোমবার দুপুরে অনুষ্ঠানিক ভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আল মামুন এর কাছে কেন্দ্রীয় প্রতিরোধ যোদ্ধা পরিষদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মানু মজুমদার এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু , উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাসসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নুরেজা বেগম (৮০) নামে এক রোগী কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১