একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কলমাকান্দা অডিটরিয়াম হল রুমে নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈনউল ইসলাম এ কর্মশালার উদ্বোধন করেন।
এ সময় জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টারিং কর্মকর্তা মো. জাকির হোসন, জেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মোদাচ্চির হোসেন ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ডা. মো.ফারুক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।