কর্টানাকে দক্ষ করতে সিমেন্টিক মেশিন কিনছে মাইক্রোসফট

সিমেন্টিক মেশিন কিনছে মাইক্রোসফট

ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

কর্টানাকে দক্ষ করতে সিমেন্টিক মেশিন কিনছে মাইক্রোসফট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২২ মে, ২০১৮

নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট কর্টানাকে দক্ষ করতে এবং আরো উন্নয়ন ঘটাতে ক্যালিফোর্নিয়ার একটি স্টার্টআপকে কিনে নিচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট। সিমেন্টিক মেশিন নামের এই স্টার্টআপটি এমন একটি এআই সিস্টেম ডেভেলপ করেছে যার মাধ্যমে ব্যবহারকারীদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারবে চ্যাটবট।

স্টার্টআপটির অত্যাধুনিক এআই প্রযুক্তির কল্যাণে কর্টানা প্রশ্ন করতে ও প্রশ্নের উত্তর দিতে পারবে। ব্যবহারকারী কোনো তথ্য দিলে তা মনেও রাখতে পারবে। ব্যবহারকারীর কাছে বিস্তারিত তথ্য নিয়ে ধাপে ধাপে কাজও করতে সক্ষম হবে। এমনকি এআই-এর সাহায্যে রেস্টুরেন্ট বুকিং দিতে বা সেলুনের অ্যাপয়েনমেন্ট নিতে পারবে কর্টানা। এ ছাড়া ব্যবহারকারীদের নির্দেশ অনুসরণ করা ছাড়াও ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলোর মাধ্যমে আরো অনেক ধরনের কাজ করানোর পরিকল্পনা করছে টেক জায়ান্টগুলো। এজন্যই চ্যাটবটের উন্নয়নের প্রতি তারা জোর দিচ্ছে।

প্রসঙ্গত, সিমেন্টিক মেশিনের দলটি এর আগে গুগলের গুগল নাউ ফিচার তৈরি করেছে। প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার (সিটিও) অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি তৈরির সময় চিফ স্পিচ সায়েন্টিস্ট হিসেবেও কাজ করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads