চীনে ক্রমান্বয়ে পরিস্থিতির উন্নতি ঘটলেও বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের দেশ ইতালি। প্রথম মৃত্যুর এক মাস না গড়ানোর আগেই ইতালিতে মৃতের সংখ্যা ছাপিয়ে গেছে চীনকে। অথচ ইতালিতে প্রথম মৃত্যু ঘটেছিল চীনে মৃত্যুর দেড় মাসের বেশি সময় পরে।
বৃহস্পতিবার ইতালির কর্মকর্তারা দেশটিতে আগের ২৪ ঘণ্টায় ৪২৭ জনের মৃত্যুর খবর দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
এই সংখ্যা নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৪০৫ জনে। অন্যদিকে বৃহস্পতিবার নাগাদ চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৪৫ জন।
গত বছরের শেষ মাস ডিসেম্বরের একেবারে শেষ দিকে চীনের উহান শহরে প্রথম নতুন ধরনের এই করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। অন্য প্রদেশগুলোতে দ্রুত ছড়িয়ে যাওয়ার পর ভিন্ন দেশেও ভাইরাস সংক্রমণ দেখা দেয়।
আক্রান্তের সংখ্যা চীনের অর্ধেক হলেও মৃতের সংখ্যা এখন ইতালিতে চীনের চেয়ে ১৬০ জন বেশি। ইতালিতে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৩৫।
ইতালিতে বুধবার রেকর্ড ৪৭৫ জনের মৃত্যুর পর বৃহস্পতিবার সংখ্যাটি ৪২৭ এ নেমে এলেও চীনকে ছাড়ানোর জন্য সেটাই যথেষ্ট হয়ে দাঁড়ায়। দেশটিতে এখনও ২ হাজার ৪৯৮ রোগী রয়েছে আইসিইউতে।
সব মিলিয়ে বিশ্বে এখন নভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২ লাখ ২০ হাজারের মতো, আর মৃতের সংখ্যা ৯ হাজার।
গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কভিড-১৯ রোগকে মহামারী ঘোষণার সময় ইউরোপকে এখন এই রোগের কেন্দ্রস্থল বর্ণনা করে উদ্বেগ প্রকাশ করেছিল।
বাংলাদেশে এই পর্যন্ত ১৭ জন রোগী ধরা পড়েছে, যার মধ্যে একজনের মৃত্যু ঘটেছে। ভারতে ১৭৩ রোগী শনাক্তের মধ্যে মৃত্যু ঘটেছে চারজনের। পাকিস্তানে আক্রান্তে এখন ৪৩৫ জন, মারা গেছে দুজন।





