বিশ্বের অন্যান্য দেশের মতো মরণঘাতী ভাইরাস করোনার থাবা পড়েছে বাংলাদেশেও। ইতোমধ্যে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। করোনা আতঙ্কের প্রভাব পড়েছে অভিনয়জগতেও। দুদিন আগে ঘোষণা দিয়ে দেশের সব সিনেমা হল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এবার বন্ধ হলো নাটকের শুটিং।
গত বুধবার রাতে প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়শন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড এবং শিল্পী সংঘের প্রতিনিধিদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির সভাপতি অভিনেতা ইরেশ যাকের জানিয়েছেন, ‘আগামী ৩১ মার্চ পর্যন্ত টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ইরেশ যাকের ছাড়াও ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়শন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির এবং ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক। এর আগে আগামী ২ এপ্রিল পর্যন্ত সিনেমা হল বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।





