করোনায় আরও ৩২ মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৫

সংগৃহীত ছবি

জাতীয়

করোনায় আরও ৩২ মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৫

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর, ২০২০

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় আরও ৩২ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৫২ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৫ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৯০ হাজার ৫৩৩ জনে।

আজ রোববা স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৪ জন পুরুষ এবং নারী আটজন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৩৯৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৮৯৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমকি ৮০ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর দেশে আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ অতিক্রম করে গত ২৬ আগস্ট এবং মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায় ৪ নভেম্বর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads