• সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ১৭ চৈত্র ১৪৩১ | ১৭ শাওয়াল ১৪৪৬

ওয়ালটন প্রিমো ই৮এস

ছবি সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

ওয়ালটন প্রিমো ই৮এস

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ জুলাই, ২০১৮

গত বছরের শেষের দিকে দেশে স্মার্টফোন কারখানা চালু করে ওয়ালটন। এরই মধ্যে দেশে তৈরি কয়েকটি মডেলের স্মার্টফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। এর একটি হলো প্রিমো ই৮এস। সাশ্রয়ী দামের এ স্মার্টফোনটিতে আছে প্রয়োজনীয় প্রায় সব ফিচারই। আজ থাকছে স্মার্টফোনটির রিভিউ।

ডিজাইন : স্মার্টফোনটির ডিজাইন বেশ আকর্ষণীয় ও স্টাইলিশ। এর মসৃণ ও বাঁকানো কোনা স্মার্টফোনটির সৌন্দর্য বাড়িয়েছে অনেক। হ্যান্ডসেটটি বেশ হালকা। ব্যাটারিসহ ওজন ১৪৬ গ্রাম। সোনালি, নীল এবং ধূসর এই তিনটি ভিন্ন রঙে ফোনটি পাওয়া যায়।

ডিসপ্লে : স্মার্টফোনটিতে আছে ৪ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে যার রেজ্যুলেশন ৮৫৪ বাই ৪৮০ পিক্সেল। এই বাজেটের ফোনে যা বেশ ভালোই। এর সঙ্গে ২.৫ডি গ্লাস ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে বেশ আকর্ষণীয় মনে হয়েছে।

অপারেটিং সিস্টেম : প্রিমো ই৮এস স্মাটফোনটি অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি বেশ।

প্রসেসর, গ্রাফিকস, র্যাম ও স্টোরেজ : এতে রয়েছে ১.২ গিগাহার্টজ গতির কোয়াড কোর প্রসেসর। গ্রাফিক্স হিসেবে আছে মালি-৪০০। র্যাম ১ গিগাবাইট এবং ইন্টারনাল মেমোরি ৮ গিগাবাইট। ফলে সাধারণ জনপ্রিয় সব গেমই চলবে। এ ছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ স্পেস বাড়ানোর সুযোগ রয়েছে।

ক্যামেরা : স্মার্টফোনটিতে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এ ছাড়া আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও। উভয় ক্যামেরায় ধারণ করা যাবে এইচডি মানের ভিডিও। একই সঙ্গে ফোনটি দিয়ে থ্রিজি ভিডিও কল করা যাবে।

ব্যাটারি : ফোনটির পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ১৬০০ মিলি অ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। বর্তমান সময়ে দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করা হয়। সেদিক থেকে ব্যাটারি আরেকটু শক্তিশালী হলে ভালো হতো।

কানেক্টিভিটি ও অন্যান্য : ফোনটিতে আছে ওয়াইফাই, ব্লুটুথ ৪.০, মাইক্রো ইউএসবি ২.০, ল্যান হটস্পট এবং ওটিএ। পজিশনিং সেন্সর হিসেবে রয়েছে এ-জিপিএস ও প্রক্সিমিটি। মোশন সেন্সর হিসেবে ব্যবহূত হয়েছে অ্যাক্সিলেরোমিটার (থ্রিডি)। মাল্টিমিডিয়া হিসেবে রয়েছে এইচডি ভিডিও প্লেব্যাক এবং রেকর্ডিংসহ এফএম রেডিও। থ্রিজি সমর্থিত ফোনটিতে একসঙ্গে দুটি সিম কার্ড ব্যবহার করা যাবে।

দাম : স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯৯৯ টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads