ওয়াইফাইয়ে নিরাপত্তা বাড়ছে

নতুন নিরাপত্তা প্রটোকল সম্পূর্ণভাবে বাস্তবায়নে লম্বা সময়ের প্রয়োজন হবে

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

ওয়াইফাইয়ে নিরাপত্তা বাড়ছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ জুন, ২০১৮

তারবিহীন ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াইফাই প্রযুক্তির জুড়ি নেই। স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব থেকে শুরু করে নেটওয়ার্ক প্রিন্টার, ক্যামেরা, টিভি, স্মার্টওয়াচসহ বিভিন্ন ধরনের ডিভাইসে বর্তমানে ওয়াইফাই প্রযুক্তির ব্যবহার রয়েছে। তবে গত এক দশকের বেশি সময় ধরে তারবিহীন এ ইন্টারনেট প্রযুক্তিতে একই নিরাপত্তা প্রোটোকল ব্যবহার হয়ে আসছিল। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে ওয়াইফাই প্রযুক্তিতে নতুন নিরাপত্তা প্রোটোকল যুক্ত করার উদ্যোগ নিয়েছে ওয়াইফাই অ্যালায়েন্স।

ওয়াইফাই প্রটেক্টেড অ্যাকসেস বা ডব্লিউপিএ এবং ডব্লিউপিএ২-এর পর এবার ডব্লিউপিএ৩ যুক্ত করার জন্য ইতোমধ্যে ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে সার্টিফিকেশন প্রদান করতে শুরু করেছে সংস্থাটি। এর আগে ২০০৪ সালে ডব্লিউপিএ২ নিরাপত্তা প্রটোকলের ব্যবহার শুরু করে ওয়াইফাই অ্যালায়েন্স।

নতুন প্রোটোকলের অধীনে ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত ডিভাইসের নিরাপত্তার জন্য নতুন কিছু মেট্রিক্স যুক্ত করা হবে। এ ছাড়া হ্যাকারের পক্ষে ধারণার ওপর ভিত্তি করে একের পর এক পাসওয়ার্ড দিয়ে কোনো ওয়াইফাই নেটওয়ার্কে প্রবেশ করাও কঠিন হবে এ প্রোটোকলে। সাধারণত হ্যাকাররা ওয়াইফাই স্ট্রিমের ওপর ভিত্তি করে ডাটা সংগ্রহ করে এবং সেগুলো অন্য কম্পিউটারে প্রেরণ করে সম্ভাব্য পাসওয়ার্ডের তালিকা তৈরি করে থাকে। তবে ডব্লিউপিএ৩ প্রোটোকলে এ কাজটি করা কঠিন হয়ে পড়বে। এ ছাড়া এ প্রোটোকল চালু রয়েছে এমন নেটওয়ার্কে হানা দিয়ে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেওয়াও বেশ কঠিন হবে বলে জানিয়েছে ওয়াইফাই অ্যালায়েন্স।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, নতুন নিরাপত্তা প্রটোকল সম্পূর্ণভাবে বাস্তবায়নে লম্বা সময়ের প্রয়োজন হবে। ওয়াইফাই ব্যবহারকারীদের জন্য প্রয়োজন হবে ডব্লিউপিএ৩ সমর্থিত নতুন রাউটার। তবে পুরনো অনেক রাউটারও এ প্রটোকল সমর্থন করবে। একই কথা প্রযোজ্য হবে গ্রাহক ডিভাইসের ক্ষেত্রেও। পরবর্তী প্রজন্মের ওয়াইফাই স্ট্যান্ডার্ড ৮০২.১১এএক্স সমর্থিত সব ওয়াইফাই ডিভাইসেই এ প্রোটোকলটি ব্যবহার করা হবে। আর তাই ওয়াইফাই অ্যালায়েন্স ধারণা করছে ২০১৯ সালের শেষের দিকে বেশিরভাগ ডিভাইসে থাকবে ডব্লিউপিএ৩।

এর বাইরে ওয়াইফাইয়ের জন্য ‘ইজি কানেক্ট’ নামে নতুন একটি ফিচার আনছে ওয়াইফাই অ্যালায়েন্স। মূলত স্মার্ট হোম গ্যাজেটকে ওয়াইফাই নেটওয়ার্কে আরো সহজে যুক্ত করার জন্য এ ফিচারটি ব্যবহার করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads