ফুটবল

ওপারে একসাথে ফুটবল খেলব : পেলে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৬ নভেম্বর, ২০২০

পুরো ফুটবল বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টিনার কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। বুধবার আর্জেন্টিনার স্থানীয় সময় দুপুরে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ফুটবল জাদুকর। তার মৃত্যুতে শোকের সাগরে ভাসছে গোটা বিশ্ব। আর্জেন্টিনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 

ম্যারাডোনার মৃত্যুতে ব্রাজিলের আরেক কিংবদন্তি পেলেও শোকাহত। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, অনেক দু:খের খবর। আমি সত্যিকারের একজন বন্ধুকে হারালাম। বিশ্ব হারালো এক কিংবদন্তিকে। এই সময়ে তার পরিবারকে শক্তি দিন। আশা করি ওপারে একসাথে ফুটবল খেলবো আমরা। 

ইংল্যান্ডের ফুটবলার গ্যারি লিনেকার টুইট বার্তায় লিখেছেন, আমাদের প্রজন্মে ম্যারাডোনা অনেক ব্যবধানে এগিয়ে থাকা সেরা ফুটবলার। 

ম্যারাডোনার মৃত্যুকেই তার চিরবিদায় মানতে রাজি নন আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মেসি লিখেছেন, সকল আর্জেন্টিনার ও সারাবিশ্বের ফুটবলের জন্য কষ্টের দিন। ম্যারাডোনা আমাদের ছেড়ে গেছেন, কিন্তু চলে যাননি। দিয়াগো অমর। তার সাথে কাটানো সকল সময় নিজের কাছে রেখে দিয়েছি। শান্তিতে থাকুন ম্যারাডোনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads