ঐতিহাসিক বৈঠক ‘নতুন সম্পর্কের প্রতিষ্ঠা’ : উ.কোরিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

ইন্টারনেট

বিদেশ

ঐতিহাসিক বৈঠক ‘নতুন সম্পর্কের প্রতিষ্ঠা’ : উ.কোরিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ জুন, ২০১৮

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার ঐতিহাসিক বৈঠককে ‘নতুন সম্পর্কের প্রতিষ্ঠা’ বলে আখ্যায়িত করেছে পিয়ংইয়ং। বিবিসি জানায়, দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই বৈঠকে দু’দেশের সম্পর্ক ইতিবাচক পর্যায়ে পৌছাবে বলে আশা প্রকাশ করেছে।

পিয়ংইয়ংয়ের এই মন্তব্য উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিদ্যমান উপতপ্ত সম্পর্ককে শীতল করবে বলেই বিশ্লেষকরা ধারণা করছেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বৈঠকের প্রক্কালে তার অনুভূতিকে ‘ভাললাগা’ বলেই অভিহিত করেছেন। এ সম্পর্কে তিনি সোমবার এক টুইট বার্তাও দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘সিঙ্গাপুরে দারুণ লাগছে। বাতাসে উচ্ছ্বাস’। তিনি আশা প্রকাশ করেছেন যে, সোমবারের বৈঠক শেষে কিম পরমানু অস্ত্রের চিন্তা থেকে পুরোপুরি সরে আসবে।

এই বৈঠকে যোগ দিতে কিম এবং ট্রাম্প রোববার সিঙ্গাপুরে পৌছেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads