ঐক্যবদ্ধ হলে বিদায় নেবে স্বৈরশাসন

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল

সংরক্ষিত ছবি

রাজনীতি

ড. কামাল বললেন

ঐক্যবদ্ধ হলে বিদায় নেবে স্বৈরশাসন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ অগাস্ট, ২০১৮

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, সবাই ঐক্যবদ্ধ হলে স্বৈরশাসনকে বিদায় নিতে হবে। তা না হলে আমাদের সঙ্গে একমত হতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোগে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ দেশ আমাদের। যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম, তা বাস্তবায়ন সম্ভব। একাত্তরে কেউ কি ভেবেছিল যে আমরা ৯ মাসে স্বাধীন হব। এখন বলা হচ্ছে, স্বৈরশাসন আমাদের শেষ করে দিচ্ছে। জনগণকে উপেক্ষা করে গণতন্ত্র হয় না।

সড়ক নিরাপত্তার দাবিতে আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, ছাত্ররা দেখিয়ে দিয়েছে কীভাবে দেশ চালাতে হয়। এ দেশ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা পরিবারের নয়। দেশের মালিক জনগণ। তাই গণতন্ত্র রক্ষায় জনগণকেই ঐক্যবদ্ধ হতে হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, হালুয়া রুটির ভাগের জন্য মুক্তিযুদ্ধ করেনি দেশবাসী। জনগণকে কথা বলতে দিতে হবে। জনগণ কথা বললে কোনো ধরনের গুজব সৃষ্টি হবে না। জনগণকে পুলিশ দিয়ে দমানো যাবে না।

সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান বলেন, কার কোন দল, তা এখন বাদ। ঘরে আগুন লেগেছে, তাই আজ তা নেভাতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads