ছবি :

বিজ্ঞান ও প্রযুক্তি

এশেলন এশিয়া সামিটে বাংলাদেশি স্টার্টআপ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ এপ্রিল, ২০১৮

আগামী জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এশেলন এশিয়া সামিট ২০১৮’। এবারের সামিটে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশি স্টার্টআপ ক্র্যামস্ট্যাক। ‘টপ ১০০ এপিএসি ২০১৮’-এর বাংলাদেশের নির্বাচনী পর্বে নির্বাচিত হওয়ার মাধ্যমে এ সুযোগ পাচ্ছে স্টার্টআপটি। এ নির্বাচনী পর্বে অংশ নিয়েছিল মোট ১৫টি স্টার্টআপ।

দেশীয় স্টার্টআপকে আন্তর্জাতিক এ সম্মেলনে নিয়ে যেতে গ্রামীণফোনের হোয়াইট বোর্ড এবং ই-২৭-এর যৌথ উদ্যোগের অংশ হিসেবে এ নির্বাচনী পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী স্টার্টআপগুলোর মধ্য থেকে স্টার্টআপ ক্র্যামস্ট্যাক এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য বিচারকদের ভোটে নির্বাচিত হয়। অন্যদিকে ব্যাংককমপেয়ারবিডি ছিল উপস্থিত দর্শকদের ভোটে নির্বাচিত দল।

ক্র্যামস্ট্যাক একটি বিজনেস ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম পরিচালনা করে যার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তথ্য খুঁজতে, বিশ্লেষণ ও ব্যবহার করতে পারে। ব্যাংককমপেয়ারবিডি সকল ব্যাংক সেবার একটি এগ্রিগেটর যা গ্রাহককে সেরা সেবা খুঁজে পেতে সাহায্য করে।

বিজয়ী স্টার্টআপগুলো সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বৈশ্বিক এশেলন এশিয়া সামিটে অংশহগ্রহণের সুযোগ পাবে। স্টার্টআপগুলোর জন্য সংবাদ, কমিউনিটি বিষয়ক কর্মসূচি, তহবিল সংগ্রহসহ স্টার্টআপ ইকোসিস্টেমে প্রয়োজনীয় অন্যান্য বিষয়ের বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে ই-২৭।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads