সৌরজগতের বাইরে পৃথিবী আর চাঁদের মতোই একইরকম একটি গ্রহ ও তার চারপাশে ঘুরে বেড়ানো একটি উপগ্রহ খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন জ্যোতির্বিদরা। তার একটি নামও ইতোমধ্যে দিয়ে ফেলেছেন তারা। কেউ বলছেন এলিয়েন মুন কেউবা এক্সোমুন। নাসার তথ্য মতে, এই উপগ্রহটি আমাদের সৌরজগতের নেপচুন গ্রহের সমান। আর যে গ্রহটির চারপাশে সেটি প্রদক্ষিণ করছে সেটির আকার প্রায় বৃহস্পতির সমান। তবে ভরে বৃহস্পতির প্রায় ১০ গুণ। উপগ্রহটি প্রথম নাসার কেপলার টেলিস্কোপে ধরা পড়ে। পরে হাবল টেলিস্কোপের মাধ্যমে তার আকার ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত হয়েছে এই আবিষ্কারের তথ্য।