বাসচালকের রেষারেষিতে পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকার

ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনা

এবার বাসচাপায় যুবকের পা বিচ্ছিন্ন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ এপ্রিল, ২০১৮

এবার বাসচালকের রেষারেষিতে পা হারালেন এক প্রাইভেটকার চালক । শনিবার বিকেল ৩টায় যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, প্রাইভেট কারে পিছন থেকে ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় প্রাইভেটকার চালক রাসেল সরকার (২৩) ও গ্রীনলাইন পরিবহনের বাসচালকের সাথে । এক সময় গ্রীনলাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালকের ওপর দিয়েই বাস চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে ঘটনাস্থলেই রাসেল সরকারের বাম পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্যে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত রাসেল সরকার গাইবান্ধার পলাশবাড়ি এলাকার বাসিন্দা। রাজধানীর আদাবর এলাকায় একটি ‘রেন্ট-এ-কার’প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শনিবার সকালে কেরানীগঞ্জে যাত্রী নিয়ে যান তিনি। ফেরার পথে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় হানিফ ফ্লাইওভারের ঢালে পৌঁছালে পেছন থেকে গ্রিনলাইন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। তখন প্রাইভেটকার চালক রাসেল গাড়ি থামিয়ে বাস চালকের সঙ্গে জানালা দিয়ে ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রিনলাইন বাসের চালক ক্ষিপ্ত হয়ে রাসেলের ওপর দিয়ে বাস চালিয়ে দেয়।

এদিকে প্রাইভেটকার চালককে চাপা দিয়ে পালিয়ে আসা গ্রিনলাইন পরিবহনের বাসটিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads