এবার দিবে মরণ কামড়, তাই সবাইকে এক থাকতে হবে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান

সংরক্ষিত ছবি

রাজনীতি

এবার দিবে মরণ কামড়, তাই সবাইকে এক থাকতে হবে : শামীম ওসমান

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১ অগাস্ট, ২০১৮

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আওয়ামী লীগের ভেতরে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপিও এখন স্বপ্ন দেখে তারা নাকি ক্ষমতায় আসবে। অনেকেই ভাবছেন সামনে বোধহয় সামনে ওয়ান টু থ্রি ফোর গেম হবে। কিন্তু আসলে সেটা হবে না। যারা জামায়াতের পত্রিকা পড়ে রাজনীতি করেন তারা ভুল পথে হাঁটছেন। অনেকের মধ্যে আমাদেরও কেউ কেউ আছে। এটা বলতে চাই আগামীতে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে বন্দরের খানবাড়ি এলাকাতে সমাবেশে শামীম ওসমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, দেশে এখন নতুন খেলা হচ্ছে। খেলাটি হলো অন্যের ঘাড়ে বন্দুক রেখে আমাদের দিকে তাক করে আছেন। কিছু বুদ্ধিজীবি এখন বিএনপিকে বুদ্ধি দেয়। তারা বিদেশী মদ খেয়ে গ্লাসে টুং টাং শব্দ করে। তারা বিদেশের টাকা খেয়ে বেঁচে আছে। তারাই গতবার বিএনপিকে বলেছিল নির্বাচনে না যেতে। সেপ্টেম্বরের পর থেকে খেলা শুরু হবে। আবার সব এক হবে। বাম ডান চোর বদমায়েশ সব। তাদের টার্গেট একজন তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন খেলা হবে প্রথমে প্রথম রাউন্ড, পরে কোয়াটার ফাইনাল পরে সেমি ফাইনাল। কিন্তু আমরা তখন খেলা দেখবো না। আমরাও তখন মোকাবেলা করবো। ইনশাল্লাহ নারায়ণগঞ্জেই সবচেয়ে বেশী খেলা হবে। আমরা যেদিন ক্ষমতা ছাড়বো সেদিন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে। সেদিন আমরা আওয়াজ তুলবো আমরা শেখ হাসিনার কর্মীরা খেলবো। আর ছাড় দিব না। তাই আমাদের এখন মনোনয়ন যুদ্ধ না করে এক থাকতে হবে। কারণ সামনে তারা আবারো মরণকামড় দিবে।

শামীম ওসমান বলেন, ‘আমার দলে আওয়ামী লীগেও কিছু নেতা আছে যারা নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকা দাবী করে। নারায়ণগঞ্জের ৫টি কেন দেশের ৩০০ আসনেই নৌকা চাই। নৌকার মালিক হলেন শেখ হাসিনা। তিনি যে সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত। কোমরে নাই মুরোদ। শুধু এখানে বলে নৌকা দিতে হবে। মুরোদ থাকলে নেত্রীর সামনে গিয়ে নৌকা চান। এসব বলে এখন বিভক্তি কইরেন না।’

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি চন্দন শীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads