এটা আত্মবিশ্বাসের রসদ : মাশরাফি

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াডের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

সংরক্ষিত ছবি

ক্রিকেট

এটা আত্মবিশ্বাসের রসদ : মাশরাফি

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ৩০ জুলাই, ২০১৮

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ওয়ানডেতে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই জয়কে এশিয়া কাপে আত্মবিশ্বাসের রসদ হিসেবে দেখছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচের পর মাশরাফি জানালেন, ‘এই সিরিজ জয়টা আমাদের জন্য খুব প্রয়োজন ছিল। আপনি যদি শেষ কয়েক মাসের ফলাফল বিবেচনা করেন, তাহলে এমন এক সিরিজ জয়ের জন্য আমরা মরিয়া ছিলাম। এই সিরিজ জয় এশিয়া কাপে আমাদের প্রেরণা হিসেবে কাজ করবে।’

তবে মাশরাফি এটাও বলেন, ‘আমাদের উন্নতি করার এখনো অনেক কিছু বাকি রয়েছে। একটি ম্যাচ কিংবা সিরিজ জয়ই সব কিছু নয়। অনেক ক্ষেত্রেই আমাদের দুর্বলতা রয়েছে।’

এমন জয়ের পরও মাশরাফি বলেন, ‘ব্যাটিংয়েও আমাদের দুর্বলতা রয়েছে। আমি মনে করি, ম্যাচ জিতলেও আমরা আরো ২০-২৫ রান পেতে পারতাম। তাছাড়া আমাদের উচিত ছিল ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুতেই উইকেট পাওয়া। কারণ, ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির ব্যাটসম্যানরা অনেক ভালো।’

মাত্র ২৫ বলে ৩৬ রান করা মাশরাফি আরো বলেন, ‘কোচ চেয়েছিলেন আমরা ৩৫তম ওভার থেকে বিগ হিটিং শুরু করি। আর সে কারণেই আমি আমার ব্যাটিং অর্ডার পরিবর্তন করি।’

সেন্ট কিটসে বাংলাদেশের জয়টা ছিল ১৮ রানের। পুরো ম্যাচে দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন মাশরাফি, ‘ক্রিকেট সব সময়ই মনস্তাত্ত্বিক খেলা। দ্বিতীয় ম্যাচটি হেরে গেছি। কিন্তু আমার মনে হয় ছেলেরা তৃতীয় ম্যাচে অতিমাত্রায় পেশাদার ছিল। ওরা সবাই ভালো করেছে।’

সিরিজ জিতলেও ভুলগুলো পুরোপুরি মুছে ফেলতে পারছেন না মাশরাফি। তিনি মনে করেন এই জয় কোনোভাবেই দলের খাদগুলো লুকাতে পারবে না, ‘আমার মনে হয় না সিরিজ জয়ই সব কিছু। কারণ আমাদের অনেক জায়গা আছে যেগুলো নিয়ে কাজ করতে হবে। আমাদের ফিল্ডিং নিয়ে বেশি মনোযোগী হতে হবে।’

সিনিয়ররা ভূমিকা রাখলেও জুনিয়রদের আরো দায়িত্ব নেওয়ার পক্ষে মত প্রকাশ করেন মাশরাফি, ‘তামিম-সাকিব-মুশফিক সবাই ভালো ছিল। জুনিয়রদের এখন এগিয়ে আসতে হবে।’

রুবেলের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘আমার মনে হয় রুবেল দারুণ বল করেছে। ম্যাচের এক সময় গেইলকে সরানো গুরুত্বপূর্ণ ছিল। কারণ সে রানের চাকা সচল রাখছিল। আর তাকে বিদায়ের কাজটি করে রুবেল।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads