শোবিজ

এক হাজার টাকা মাত্র

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ নভেম্বর, ২০১৮

এটিএন বাংলায় আজ রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘এক হাজার টাকা মাত্র’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনা করেছেন দীপু হাজরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা, এসএন জনি, ফাহমী, সুজিত বিশ্বাস প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে কনসেপ্ট মাল্টিমিডিয়া।

গল্পে দেখা যাবে, জনি দীর্ঘদিন যাবৎ একটি হোটেলে গিটার বাজিয়ে জীবিকা নির্বাহ করছে। সেই হোটেলে ওঠেন প্রভা। গান ও গিটার শুনে প্রভা ও জনির মধ্যে বেশ সখ্য গড়ে ওঠে। পরবর্তীতে তাদের আলাপচারিতায় জানা যায় জনি একজনকে ভালোবাসত। পড়াশোনার পাশাপাশি একটি চাকরিও করত। অফিসের কাজেই সে একবার কক্সবাজার আসে ও নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই জনি এই হোটেলে থেকে তার  প্রেমিকাকে খুঁজতে থাকে। এ ভাবেই এগিয়ে যায় ‘এক হাজার টাকা মাত্র’ নাটকের গল্প।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads