প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘শেখ হাসিনা দ্য লিডার’ প্রদর্শিত হচ্ছে সারা দেশে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শেকড়ের সন্ধানে মেগা কনসার্টে তথ্যচিত্রটি ইতোমধ্যে দেখানো হয়েছে রংপুর জেলা স্কুল মাঠ, রাজশাহীর এএইচএম কামরুজ্জামান স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, বরিশালের আবদুর রব সেরনিয়াবাদ স্টেডিয়াম, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহের রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়াম ও ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
এখন থেকে ইউটিউব-এ দেখা যাবে তথ্যচিত্রটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনচিত্র তুলে ধরে তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ফয়েজ রেজা। গবেষণা করেছেন সাজিদ রায়হান, ধারা বর্ণনা দিয়েছেন আজাদ আবুল কালাম, মিউজিক কম্পোজিশন করেছেন মকসুদ জামিল মিন্টু, সার্বিক সহযোগিতায় ছিলেন তামান্না তাসমিয়া তুয়া।