পরকীয়ার টানে আলিফ হাসান নামে মাত্র এক বছরের কোলের শিশু সন্তানকে ফেলে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছে দুই সন্তানের জননী মুন্নি বেগম। আলিফ হাসান নামে ওই শিশু নড়াইল জেলার কালিয়া থানার খড়লিয়া গ্রামের কালু মিয়ার ছেলে। কালু মিয়া স্ত্রী সন্তান নিয়ে বেশ কয়েক বছর ধরে বেনাপোলের সাদীপুর গ্রামের খেয়াঘাটপাড়া এলাকায় বসবাস করেছেন।
শিশুটির বাবা কালু মিয়া বলেন, আমার স্ত্রী পরকীয়াসক্ত ছিল। সে ‘আমার সংসার করবে না’ বলে কয়েকবার জানালেও বিষয়টি ঠিক হয়ে যাবে বলে আমি প্রতি-উত্তর করিনি। তাকে বুঝিয়েছি। গত শুক্রবার সন্ধ্যায় আমি বাড়ির বাইরে থাকার সুযোগে আট বছরের মেয়েকে বাড়িতে রেখে, শিশু সন্তানটিকে সঙ্গে নিয়ে ও বাড়ি থেকে চলে যায়। পরে রাতে সে আমাকে মোবাইল ফোনে জানায়, বাচ্চাকে আমি বেনাপোল বাজারে এক দোকানে রেখে চলে যাচ্ছি। পরে ফোনটি আর খোলা পাওয়া যায়নি। রাতে বাজারে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শনিবার বেনাপোল পোর্ট থানা পুলিশের মাধ্যমে আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি।
বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক বলেন, শুক্রবার সন্ধ্যায় বেনাপোল বাজারের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পাশে তোফাজ্জেল হোসেনের চায়ের দোকানে বাথরুমে যাওয়ার কথা বলে এই শিশুটিকে রেখে যায় তার মা। দুঘণ্টা পরও ওই নারী ফিরে না আসায় দোকানদার শিশুটিকে নিয়ে থানায় এসে বিস্তারিত জানায়। এরপর থেকে শিশুটি থানা হেফাজতে ছিল। পরে শনিবার দুপুরে প্রকৃত অভিভাবক খুঁজে বের করে তার কাছে শিশুটি হস্তান্তর করা হয়।