টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত এমপি চুমকি

সংগৃহীত ছবি

সারা দেশ

টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত এমপি চুমকি

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ এপ্রিল, ২০২১

করোনা টিকা নেওয়ার প্রায় দুই মাসের মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন মেহের আফরোজ চুমকি এমপি। এর আগে তিনি চলতি বছরের ৭ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন।

গতকাল রোববার দুপুরে মেহের আফরোজ চুমকি এমপির করোনা প্রজেটিভের বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মাজেদুল ইসলাম সেলিম। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। এরপর থেকে তিনি জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। এ কারণে তিনি গত ২ এপ্রিল করোনা পরীক্ষার নমুনা দেন। পরদিন শনিবার নমুনা পরীক্ষার পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। তখন থেকেই তিনি হোম আইসোলেশনে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads