একি বললেন আনুশকা!

আনুশকা শর্মা

ছবি : ইন্টারনেট

আনন্দ বিনোদন

একি বললেন আনুশকা!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ৭ মার্চ, ২০১৯

ভারত অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মার প্রেমকাহিনীর মতো তাদের বিয়েটাও ছিল রূপকথার। ২০১৭ সালের ডিসেম্বর মাসে সেই হাইপ্রোফাইল বিয়ে হয় ইতালির তাস্কানিতে। বিয়ের আগে বিরাট নাকি নাম বদল করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আনুশকা। বিয়ের ১৪ মাস পর কোহলিকে নিয়ে বিরাটের এই তথ্য ফাঁস করলেন স্ত্রী আনুশকা। আনুশকা জানালেন, ক্যাপ্টেন কোহলি সেই সময় ‘রাহুল’ নাম নিয়েছিলেন। আসলে বিয়ের খবরটা যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করেছিলেন তারা দুজনেই। আর সে কারণেই অন্য নাম নিয়েছিলেন তিনি। বিয়ের ভেন্যু বুকিং থেকে ক্যাটারিং- সব ক্ষেত্রেই নাকি বিরাট নিজের পরিচয় দিয়েছিলেন ‘রাহুল’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads