নাট্যাঙ্গনের এই সময়ের দর্শকপ্রিয় দুই অভিনেত্রী তানজিন তিশা ও সাফা কবির। দুজনই প্রথম একইমঞ্চে নৃত্য পরিবেশন করবেন। আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমের আয়োজনে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী নন্দিত মিডিয়া ব্যক্তিত্ব আনজাম মাসুদ জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের সেলিব্রেশন পর্বে তানজিন তিশা ও সাফা কবির একই মঞ্চে নৃত্য পরিবেশন করবেন। ইভান শাহরিয়ার সোহাগের নির্দেশনায় এই ড্যান্স পর্বে তানজিন তিশা ও সাফা কবিরের সঙ্গে ৫০ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গাজীপুরের মেয়র মো. জাহাঙ্গীর আলম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের প্রথম দিনেই এমন একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে পারছেন বিধায় তানজিন তিশা ও সাফা কবির দুজনই ভীষণ খুশি।
তানজিন তিশা বলেন, ‘ছোটবেলায় আমি নাচ শিখেছি। তাই নাচের প্রতি আমার অন্যরকম এক ভালোলাগা রয়েছে। নাচ আমার ভালোবাসার, পছন্দের। সত্যি বলতে কী এখন অভিনয়ে এতো বেশি সময় দিতে হয় যে কোন অনুষ্ঠানে নাচ করার সুযোগই হয়ে উঠেনা। কিন্তু যেহেতু ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সময় বের করেই এই অনুষ্ঠানে আমি নৃত্য পরিবেশন করব। আর এখন থেকে মঞ্চে পারফর্ম করার ক্ষেত্রে একটু নিয়মিত হওয়ার চেষ্টা থাকবে আমার।’
সাফা কবির বলেন, ‘নাচ আমার কোথাও শেখা হয়নি। যতটুকু নাচ করতে পারি তা আমি নিজে নিজেই শিখেছি। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মশতবার্ষিকীতে পারফর্ম করতে পারছি এটাই আসলে অনেক ভালোলাগার বিষয়। আমি আমার সাধ্যমতো অনুষ্ঠানে যথাযথভাবে পারফর্ম করার চেষ্টা করব। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য।’
জানা যায়, এই অনুষ্ঠানে সোহেল রহমান, নাদিয়া, তাহমিনা সুলতানা মৌ, লিখন, চাঁদনী, মিম চৌধুরী নৃত্য পরিবেশন করবেন। থাকবে বিশেষ সংগীতানুষ্ঠানও। এদিকে তানজিন তিশা এরইমধ্যে অপূর্ব ও আফরান নিশোর বিপরীতে দুটি নাটকের কাজ শেষ করেছেন। এর আগে তিনি টানা এক সপ্তাহ ব্যাংককে ছিলেন। সেখান থেকে ফিরে এসেই তিনি দুটি নাটকের কাজ শেষ করেছেন। আবার সাফা কবির গতকাল জুলফিকারের নির্দেশনায় তৌসিফ মাহবুবের বিপরীতে ‘ছোট পরিবার আবশ্যক’ নাটকের কাজ শেষ করেছেন। আগামী সপ্তাহে ১১ মার্চ তিনি শ্রীমঙ্গলে রিংকুর নির্দেশনায় একটি নাটকের কাজে অংশ নেবেন।





