সিরাজগঞ্জে বাস-লরি সংঘর্ষে নিহত ১, আহত ১০

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সিরাজগঞ্জে বাস-লরি সংঘর্ষে নিহত ১, আহত ১০

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৭ মার্চ, ২০২০

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় লরির সাথে মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার (৪২) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

আজ শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ট্রাক লোড-আনলোড পয়েন্ট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, পাবনা থেকে ঢাকাগামী সি-লাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি লিকুইড সিমেন্ট বোঝাই একটি ট্র্যাংকলরীর মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও বঙ্গবন্ধু সেতু ট্রাফিক সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত হেলপারের মরদেহে উদ্ধার করেছে।

এদিকে ১০ জন আহত বাসযাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads