এই দিনে

মহারানি ভিক্টোরিয়া

ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ২৪ মে, ২০১৮

১৮১৯ : ইংল্যান্ডের সম্রাজ্ঞী মহারানি ভিক্টোরিয়ার জন্ম।

১৮২২ : ইকুয়েডর স্বাধীনতা অর্জন করে।

১৮৩২ : গ্রিসের রাজতন্ত্র ঘোষিত হয়।

১৮৭৫ : স্যার সৈয়দ আহমদ খান আলীগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল স্থাপন করেন।

১৯০২ : ব্রিটেনে প্রথম অ্যাম্পায়ার ডে পালিত হয়।

১৯০৫ : নোবেলজয়ী রুশ সাহিত্যিক মিখাইল শলোকভের জন্ম।

১৯৭২ : কবি কাজী নজরুল ইসলামের ভারত থেকে ঢাকায় আগমন এবং জাতীয় কবির স্বীকৃতি লাভ।

১৯৮৫ : বাংলাদেশের উড়িরচরে জলোচ্ছ্বাসে এগারো হাজার লোকের প্রাণহানি।

 

মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল

স্যার সৈয়দ আহমদ খান বাহাদুর ১৮৭৫ সালের আজকের দিনে মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল স্কুল প্রতিষ্ঠা করেন যা পরে ১৯২০ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি লাভ করে। স্যার সৈয়দ আহমদ কর্তৃক স্থাপিত এই প্রতিষ্ঠানটি ভারতের মুসলিমদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। ওই প্রতিষ্ঠানটির মাধ্যমে আধুনিক শিক্ষা ও ভারতীয় রাজনীতিতে নতুন চিন্তাধারা ও চেতনার জন্ম দেয়। এবং তারই প্রভাবে প্রভাবান্বিত এই মুসলিম বুদ্ধিজীবীরাই পরে আলীগড় আন্দোলনের সূচনা করেন যার উদ্দেশ্য ছিল ভারতীয় রাজনীতিতে মুসলিমদের অধিকার নিশ্চিত করা। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ভারতের উত্তরপ্রদেশ অঙ্গরাজ্যের আলীগড় শহরে ১১৫৫ একর জায়গা নিয়ে অবস্থিত। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠিত এই শিক্ষামূলক পাবলিক প্রতিষ্ঠানটি ব্রিটিশ রাজত্বের সময় ভারতের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটিতে পরিগণিত হয়। এই উপমহাদেশের রাজনৈতিক ও ঐতিহাসিকভাবেও বিশ্ববিদ্যালয়টির গুরুত্ব অপরিসীম।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads