১৪২৬ : পর্তুগালে পৃথিবীর ইতিহাসে প্রথম নৌচালনা সংক্রান্ত স্কুল প্রতিষ্ঠা
১৫৪০ : কনৌজের যুদ্ধে শের শাহের কাছে হুমায়ুনের পরাজয়
১৯৩৬ : আমেরিকান অভিনেতা ও পরিচালক ডেনিস হোপের জন্ম
১৯৪০ : দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর ফ্রান্স দখল
১৯৯৯ : বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অভিষেক
১৮৭০ : এভারেস্টের উচ্চতা পরিমাপকারী গণিতজ্ঞ রাধানাথ শিকদারের মৃত্যু
১৯৮৭ : নোবেলজয়ী সুইডিশ অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী ও রাজনীতিবিদ গুনার মরডালের মৃত্যু
কনৌজের যুদ্ধ : ভারতীয় উপমহাদেশের ক্ষমতা দখলকে কেন্দ্র করে ১৫৪০ সালে মুঘল বাদশাহ হুমায়ুন ও শের শাহের মধ্যে কনৌজের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়ে পালিয়ে যান। কনৌজের যুদ্ধে জয়লাভের পর তিনি শের শাহ শুর উপাধি গ্রহণ করেন এবং ভারতবর্ষের সুলতান বলে নিজেকে ঘোষণা দেন। শের শাহের আসল নাম ফরিদ। শের শাহ ‘দাম’ নামের মুদ্রা চালু করেন। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে পাকিস্তানের সিন্ধু পর্যন্ত ‘গ্রান্ড ট্রাঙ্ক’ রোড নামে পাকা সড়ক নির্মাণ করেন। শের শাহ উপমহাদেশে ‘ঘোড়ার ডাকের’ প্রবর্তন করেন। এ ব্যবস্থাকে ‘ডাকচৌকি’ বলা হতো।
কনৌজের যুদ্ধের পর শের শাহ বাংলার মুঘল শাসক জাহাঙ্গীর কুলিকে পরাজিত করে বাংলাকে শুর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। চুনার দুর্গ দখল করতে গিয়ে বারুদের আগুনে পুড়ে শের শাহ মারা যান। শের শাহ মারা যাওয়ার কিছুদিন পরই উপমহাদেশে শুর সাম্রাজ্যের পতন ঘটে।