এআই স্টার্টআপ কিনেছে অ্যাপল

ছবি : ইন্টারনেট

তথ্যপ্রযুক্তি

এআই স্টার্টআপ কিনেছে অ্যাপল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ নভেম্বর, ২০১৮

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এমন একটি স্টার্টআপ অধিগ্রহণ করেছে অ্যাপল। ধারণা করা হচ্ছে সিল্ক ল্যাবস নামক প্রতিষ্ঠানটি এ বছরের শুরুর দিকেই কিনেছিল অ্যাপল।

২০১৫ সালে তিন উদ্যোক্তা মিলে প্রতিষ্ঠা করেন সিল্ক ল্যাবস। এর আগে তিনজনই কাজ করেছিলেন মোজিলায়, ফায়ারফক্স অপারেটিং সিস্টেম নিয়ে।

বর্তমানে অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বড় পরিসরে কাজ করছে। এর অংশ হিসেবেই সিল্ক ল্যাবস অধিগ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে। উভয় প্রতিষ্ঠানের মধ্যে আরো একটি মিল রয়েছে। আর তা হলো ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন না করে বিভিন্ন ফিচার যুক্ত করতে দুই প্রতিষ্ঠানই কাজ করে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোনো প্রতিষ্ঠান অধিগ্রহণ অ্যাপলের জন্য এটিই প্রথম নয়। এর আগেও ২০১৭ সালে ল্যাটিস ডাটা নামক একটি প্রতিষ্ঠান কিনেছিল অ্যাপল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads