উৎসব-উৎকণ্ঠার ভোট কাল

সংবাদ সম্মেলনে পাল্পাপাল্টি অভিযোগ জানান আওয়ামী লীগ (বাঁয়ে) ও বিএনপি প্রার্থী

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন

উৎসব-উৎকণ্ঠার ভোট কাল

গাজীপুর সিটি নির্বাচন

  • এনামুল হক, গাজীপুর
  • প্রকাশিত ২৫ জুন, ২০১৮

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল মঙ্গলবার। মেয়র পদে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর অভিযোগ পাল্টা-অভিযোগ ছাপিয়ে কাল উৎসবের দিন। ইতোমধ্যে জিসিসি নির্বাচনের প্রস্তুতি শেষ হয়েছে। গতকাল রোববার সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং অফিসারের কাছে নির্বাচনী সরঞ্জাম বণ্টন করা হয়েছে। নির্বাচনী এলাকায় শুরু হয়েছে বিজিবির টহল।

জিসিসি নির্বাচনে মেয়র পদে সাতজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫৭টি সাধারণ এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য কাউন্সিলর এবং একজন মেয়র বেছে নেবেন ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন ভোটার। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে জিসিসির মেয়র পদে নির্বাচন হওয়ায় প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আওয়ামী লীগ মেয়র পদে মনোনয়ন দিয়েছে অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমকে (নৌকা প্রতীক)। এ পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার (ধানের শীষ প্রতীক)। এবারের নির্বাচনে মেয়র পদে অন্য ৫ প্রার্থী হলেন- ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি)।

গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল গতকাল বিকালে বলেন, নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে; রোববার মধ্যরাত থেকে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। ইতোমধ্যে ৯ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

গত ৩১ মার্চ জিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দিন নির্ধারণ করে ১৫ মে। গত ২৩ এপ্রিল মেয়র পদসহ সংরক্ষিত ও কাউন্সিলর পদে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর শুরু হয় প্রচার। উৎসবমুখর পরিবেশে প্রচার চলার একপর্যায়ে সীমানা জটিলতা নিয়ে রিট হলে আদালত তা স্থগিত করেন। পরে উচ্চ আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করলে নির্বাচন কমিশন ২৬ জুন ভোটের নতুন দিন ঠিক করেন।

দুই দফা ভোটের দিন নির্ধারণে লম্বা সময় ধরে প্রার্থীদের গণসংযোগ চললেও গাজীপুর নগরীতে তেমন কোনো বিশৃঙ্খলা হয়নি। এতে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার প্রত্যাশা করছেন ভোটাররা। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে তেমন উদ্বেগ না থাকলেও ভোটের দিন বৃষ্টি বাগড়া দিতে পারে- এমন আশঙ্কা করছেন ভোটাররা। বৃষ্টি হলে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম হবে বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে ভোটগ্রহণের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান উদ্দিন সরকারের পরস্পরবিরোধী অভিযোগ বেড়েছে। ভোটগ্রহণের দুদিন আগে গতকালও তারা একে অপরের প্রতি অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। বিএনপির মেয়র প্রার্থী হাসান সরকার অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন ও তাদের নিয়ন্ত্রিত প্রশাসন প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনী মাঠে তার বাস্তবায়ন হচ্ছে না। বরং ‘খুলনা স্টাইলে’ নির্বাচন করার প্রস্তুতি চলছে। পুলিশ ২০-দলীয় জোট নেতাকর্মীদের গণগ্রেফতার ও হুমকি-ধমকি দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড বানচাল করে দিয়েছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থীকেও পুলিশের গাড়িতে দেখা যাচ্ছে।

হাসান সরকার গতকাল রোববার টঙ্গী থানা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে বলেন, আমাদের এজেন্টদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। এজেন্টদের তালিকা চাওয়া হচ্ছে পুলিশ, ডিবি থেকে। তিনি আরো বলেন, ‘খুলনার কারচুপির’ অভিজ্ঞতাসম্পন্ন পুলিশ সদস্যদের ইতোমধ্যে গাজীপুরের নির্বাচনী দায়িত্ব পালনের জন্য আনা হয়েছে। কিন্তু শত বাধা সত্ত্বেও আমরা নির্বাচনে আছি এবং শেষ পর্যন্ত থাকব।

আওয়ামী লীগের গোপন পরিকল্পনার কথা জেনে গেছেন উল্লেখ করে হাসান বলেন, বাইরে থেকে সিল মেরে ভেতরে ঢোকানো হবে। কেন্দ্রে কেন্দ্রে পোলিং এজেন্টদের পুলিশ দিয়ে আটকে রেখে জোরপূর্বক তাদের বানানো রেজান্ট শিটে স্বাক্ষর নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত স্বাক্ষর না দেবে ততক্ষণ এজেন্টদের কেন্দ্র থেকে বের হতে দেবে না। খুলনার মতো কারচুপি যাতে ধরা না পড়ে সে জন্য ইতোমধ্যে তারা একটি রেজাল্ট শিট তৈরি করে রেখেছে। তাদের দলীয় ৫০ জন কাউন্সিলরকেও চূড়ান্ত করে রেখেছে।

আওয়ামী লীগের জাহাঙ্গীর পৃথক সংবাদ সম্মেলনে গতকাল বলেন, বিএনপির এজেন্ট নাই, সেটা তো আমার দেখার বিষয় না। তাদের এজেন্ট তাদের কাছে কেন আসে না, সে বিষয়েও আমার করার কিছু নাই। এটা তাদের ব্যাপার। আমরা তাদের কোনো এজেন্টকে বাধা দিচ্ছি না। আমার জানামতে তারা তাদের এজেন্টদের কোনো প্রশিক্ষণও করায়নি।

বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের অভিযোগের পর গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, ‘আমরা আমাদের এজেন্টদের সঙ্গে সব সময় যোগাযোগ করছি। তাদের ২০ দিন ধরে প্রশিক্ষণ দিচ্ছি, যাতে নির্বাচনে আমাদের এজেন্টরা ঠিকভাবে সব কাজ করতে পারেন।’

জাহাঙ্গীর আলম আরো বলেন, ‘আমরা নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত। বিএনপির প্রার্থী প্রতিনিয়ত অভিযোগ করে চলেছেন। তিনি আমাকে, নৌকাকে, আওয়ামী লীগকে ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করছেন। তিনি আমার পার্টিকে, আমাকে সন্ত্রাসী বলছেন। আমাদের মাটির সঙ্গে মিশিয়ে দেবে বলে হুমকি দিচ্ছেন। তার মতো একজন মুরব্বি মানুষের এমন কথা বলা উচিত না।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের মোট আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার। ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও নারী ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২৫। ভোটকক্ষ ২ হাজার ৭৬১টি।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন ২০১৩ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। সে বছর গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র হিসেবে নির্বাচিত হন বিএনপি সমর্থিত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এমএ মান্নান। রাজধানী ঢাকার সন্নিকটে অবস্থিত গাজীপুর সিটি করপোরেশন বাংলাদেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে প্রতিষ্ঠাকালের দিক থেকে কনিষ্ঠতম এবং আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সিটি করপোরেশন।

প্রশ্নের মুখে পণ্ড নওফেলের মতবিনিময় সভা : আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনী পরিবেশ নিয়ে মতবিনিময় সভা আয়োজনের আগে গতকাল সাংবাদিকদের নানা প্রশ্নের মুখে পড়েন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল আলম নওফেল। একপর্যায়ে তিনি তিনি সভা বাতিল করে চলে যান। দুপুরে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলমের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত হলে সাংবাদিকদের তোপের মুখে পড়েন।

স্থানীয় নির্বাচনে বহিরাগতরা থাকতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি ওই মতবিনিময় সভা বাতিল করে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ সময় খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার মো. আবদুল খালেক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন গণমাধ্যমকর্মীরা এমন প্রশ্ন করলে তিনি জানান, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের বিষয় অবহিত নন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads