গোলাপ ফুল

সংরক্ষিত ছবি

বৈচিত্র

উন্মোচিত হলো গোলাপের রঙ ও গন্ধের রহস্য

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৪ মে, ২০১৮

প্রথমবারের মতো গোলাপের পূর্ণ জিনগত কাঠামো উন্মোচন করতে সমর্থ হয়েছেন বিজ্ঞানীরা। এর ফলে উন্মোচিত হলো গোলাপের রঙ ও গন্ধের রহস্য।

বিজ্ঞানীরা আশা করছেন, এই আবিষ্কার আগামীতে নতুন রঙ এবং গন্ধসমৃদ্ধ গোলাপ তৈরি করতে সহায়তা করবে।

গবেষণা প্রকল্পটির প্রধান ফরাসি বিজ্ঞানী মোহামেদ বেনদাহমানে বলেন, আট বছর ধরে গবেষণার পর তারা খুঁজে পেয়েছেন কোন জিন গোলাপের গন্ধ তৈরি করে, কোন জিন রঙ তৈরি করে এবং কোনটি ফুলের স্থায়িত্ব বাড়ায়।

তিনি বলেন, গোলাপচাষিরা এখন আরো সুন্দর এবং মিষ্টি গন্ধের নতুন নতুন জাতের গোলাপ তৈরি করতে সমর্থ হবেন, যেগুলোতে পোকা লাগবে না এবং ফুলদানিতে আরো বেশিদিন তাজা থাকবে।

বিবিসির খবরে বলা হয়েছে, রহস্য উন্মোচন করতে গিয়ে বিজ্ঞানীরা দেখছেন গোলাপের জিন কাঠামোর সঙ্গে স্ট্রবেরি ফলের কাঠামোর অনেক মিল রয়েছে।

তারা বলছেন, আগামীতে নতুন রঙ এবং গন্ধসমৃদ্ধ গোলাপ তৈরি করা যাবে।

ফ্রান্সের লিঁও শহরে এই গবেষণা প্রকল্পটিতে ফ্রান্স, জার্মানি, চীন এবং ব্রিটেনের ৪০ জনের মতো বিজ্ঞানী যুক্ত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads